চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৬ জুলাই কাজাখস্তানের রাজধানী আসতানায় আলাদা আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ ও মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এনখবায়ারের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
আজিজের সঙ্গে সাক্ষাত্কালে , হু চিন থাও বলেছেন, চীন ও পাকিস্তানের সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব এবং অকপট সহযোগিতা হলো দক্ষিণ এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার একটি গুরুত্বপূর্ণ কারণ। আজিজ বলেছেন, পাকিস্তান পক্ষ শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা সক্রীয়ভাবে বিকশিত করার জন্য যৌথ উন্নয়ন বাস্তবায়ন করবে।
এনখবায়ারের সঙ্গে সাক্ষাত্কালে, হু চিন থাও বলেছেন, মঙ্গোলিয়ার সঙ্গে সুপ্রতিবেশীসূলভ পারস্পরিক আস্থার সম্পর্ক হলো চীন পক্ষের রণনৈতিক বাছাই।
তিনি আরো বলেছেন, চীন মঙ্গোলিয়ার সঙ্গে প্রয়াস চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদানপ্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে ত্বরান্বিত করতে ইচ্ছুক।
|