v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-06 16:51:19    
" গণ শরীর চর্চার কর্মসূচী" কার্যকর হওয়ার দশ বছরে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে।"

cri
    চীনের জনসাধারণের ক্রীড়া ব্রতের উন্নতি এগিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের স্বাস্থ্য উন্নত করার জন্যে ১৯৯৫ সালের ২০ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদ " গণ শরীর চর্চার কর্মসূচী" প্রকাশ করল। এ বছর হলো এই কর্মসূচী প্রকাশের দশম বাষির্কী। সম্প্রতি চীনের ক্রীড়া মহলের ব্যক্তিরা বলেছেন, গত দশ বছরে চীনের গণ শরীর চর্চার ক্ষেত্রে লক্ষনীয় সাফল্য অর্জিত হয়েছে। এই কর্মসূচীতে চীনের গণ শরীর চর্চার জন্যে বিস্তারিত উন্নয়নের লক্ষ্য , কর্তব্য এবং এই কর্মসূচী বাস্তবায়নের নীতিপন্থা আর পদক্ষেপ নির্ধারন করা হয়েছে। এই কর্মসূচীতে বলা হয়েছে , ২০১০ সাল নাগাদ ক্রীড়া আর জাতীয় অর্থনীতি আর সমাজিক ব্রতের সমন্বয়িত উন্নয়ন বাস্তবায়িত হবে। চীনের ক্রীড়া অধি দফতরের বিজ্ঞান গবেষনালয়ের গবেষক উ ডাও জন যিনি অনেক বছর ধরে গণ শরীর চর্চার গবেষণায় নিয়োজিত হন। দশ বছর আগে তিনি এই কর্মসূচী প্রণয়নের কাজে যোগ দিয়েছিলেন। তিনি সব সময় এই কর্মসূচী অনুসরনের প্রক্রিয়ার দিকে মনোযোগ দেন। তিনি এই কর্মসূচী প্রণয়ন আর প্রকাশের পযার্লোচনা করে বললেন, দশ বছর আগে চীনের ক্রীড়া ব্রতে বিরাট সাফল্য অর্জিত হয়েছিল। তবে গণ শরীর চর্চার অবস্থা পুরোপুরি সমাজের উন্নয়নের চাহিদা মেটাতে পারে না । অন্য কথায় তখন জনসাধারণের শরীর চর্চা তেমন জনপ্রিয় ছিল না। শরীর চর্চায় অংশ গ্রহণকারীদের সংখ্যা বেশি ছিল না। অনেক শরীর চচার্র ব্যবস্থা জনসাধারণের কাছে খোলা হয়নি। এই কর্মসূচী চালু হওয়ার দশ বছরে চীনের বিভিন্ন কীড়া ব্যবস্থাপনা মহলগুলো এই কর্মসূচী কার্যকরী করার সময় এই ক্ষেত্রের কর্তব্য বাস্তবায়নের লক্ষ্য উত্থাপন করেছে। তিনি বলেছেন, গত দশ বছরে শরীর চর্চায় অংশ গ্রহণকারীদের সংখ্যা দ্রুত বেড়েছে। এখন শরীর চর্চায় অংশ নেওয়া জনসাধারণের একটি ভাল অভ্যস হয়ে গেছে। তিনি বলেছেন, ১৯৯৫ সাল থেকে চীনের রাষ্ট্রীয় অধি দফতর প্রত্যেক বছরে এক বার করে "গণ শরীর চর্চা" সপ্তাহ আয়োজন করে থাকে। পরিসংখ্যাণ অনুযায়ী, প্রত্যেক বছর প্রায় ৩০ কোটি মানুষ এই তত্পরতায় যোগ দেন। ১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় অধি-দফতর , চীনের বিভিন্ন ক্রীড়া প্রশাসন বিভাগ গণ শরীর চর্চা পরিকল্পনায় এক হাজার অধিক রেন মিন পি বরাদ্দ করেছে।

    একটি জরিপ থেকে জানা গেছে , এখন শরীর চর্চায় চীনের মাথাপিছু ব্যয় দু শতাধিক রেন মিন পি। তিনি বলেছেন, চীনের জনসাধারণের শরীর চর্চার ব্যয়ের সচেতনতা আর ব্যয়ের সার্মথ্য বাড়ার সঙ্গে সঙ্গে সরকার আর জমাজের প্রতি আরও বেশী শরীর চর্চার ব্যবস্থা যুগিয়ে দেওয়ার দাবিও বেড়েছে। এখন জনসাধারণের শরীর চর্চারজন্য নানা ধরনের ব্যবস্থা গড়ে তুলেছে। বতর্মানে যদিও জনসাধারণের শরীর চর্চার জন্যে অনেক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তবু এ সব জনসাধারণের চাহিদা মোটাতে পারে না। সুতরাং এ ক্ষেত্রে চীন সরকারের অনেক করবার আছে।