মার্কিন পররাষ্ট্র-সচিবের চীন সফর আসন্ন
cri
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিংয়ের আমন্ত্রণে মার্কিন পররাষ্ট্র-সচিব রাইস ৯ থেকে ১০ জুলাই পর্যন্ত চীন সফর করবেন। তখন দু'পক্ষ চীন-মার্কিন সম্পর্ক এবং অভিন্ন স্বার্থজড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় করবে।
|
|