৬ তারিখে চীনের তৈরী " ছাংজেং দুই নম্বর ঘ" পরিবহন রকেট চীনের পশ্চিমাঞ্চলের চিউছুয়ান উপগ্রহ উতক্ষেপণকেন্দ্র থেকে উতক্ষেপণ করার পর তা সাফল্যের সঙ্গেঁ এবং " শিচিয়ান সাত" বিজ্ঞান পরীক্ষা উপগ্রহকে মহাকাশের পূর্বনিরূপিত কক্ষপথে পৌঁছিয়ে দিয়েছে ।
জানা গেছে , "শিচিয়েন সাত" উপগ্রহ তিন বছর ব্যবহার করা যায় , এর প্রধান ভুমিকা হচ্ছে মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণ ও মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত অন্যান্য প্রযুক্তির পরীক্ষা । এবার হলো "ছাংজেং ধারাবাহিক পরিবহন রকেটের" ৮৫তম উতক্ষেপণ এবং ১৯৯৬ সালের অক্টোবর মাস থেকে চীনের পরিবহন রকেটের একটানা ৪৩তম সফল উতক্ষেপণ।
|