৫ তারিখে ফিলিস্তিন স্বশাসন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ কুরেয়া একটি বিবৃতি প্রকাশ করে বিভিন্ন ফিলিস্তিনী দলের প্রতি সরকারের সঙ্গে সহযোগিতা করা এবং যৌথভাবে জাতীয় একীকরণ সরকার প্রতিষ্ঠা করার জন্য আবার আহ্বান জানিয়েছেন ।
বিবৃতিতে বলা হয়েছে যে, বিভিন্ন দলকে জাতীয় একীকরণ সরকারে যোগদান করতে আমন্ত্রণ করা হচ্ছে একটি রণনৈতিক ও গুরুত্বপূর্ণ কাজ, এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দলের শক্তি একীকরণ করা আর মতাধিষ্ঠান সম্বনয় করা । ফিলিস্তিনের স্বশাসন সরকার উন্মুক্ত ও চিন্তাশীল মনোভাব পোষণ করে বিভিন্ন দলের প্রতি জাতীয় দায়িত্ব পালন করা আর জাতীয় একীকরণ সরকার প্রতিষ্ঠা করার তাগিদ দিয়েছে । বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, ইস্রাইলের প্রত্যাহ্যার পরিকল্পনা চালু করার উপলক্ষে, ফিলিস্তিনী জনগণ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়ের সম্মুখীন । জাতীয় একীকরণ সরকার ইস্রাইলের প্রত্যাহ্যারের সংশ্লিষ্ট বিষয়াদি সমাধান করবে , যাতে ফিলিস্তিনীদের স্বার্থ্য সুরক্ষা করা যায় ।
বর্তমানে হামাস ও জীহাদ আলাদা আলাদাভাবে জাতীয় একীকরণ সরকারে যোগদান না করার ঘোষণা করেছে ।
|