v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-05 21:20:37    
৫ জুলাই

cri
চীন

**   ১৯৫৭ সালের ৫ জুলাই <পীপলস ডেইলি> পত্রিকায় বেইজিং বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মা ইয়ে চুর প্রবন্ধ " নতুন জনসংখ্যা তত্ত্ব" প্রকাশিত হয়।

     প্রবন্ধটিতে মনে করা হয় যে, জনসংখ্যা সম্পদ হলেও ভারও বটে, যদি নিয়ন্ত্রণ না করা হয়, বিবেচনাশূণ্যভাবে শুধু বৃদ্ধি হলে অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নতির উপর তা গুরুতর প্রভাব ফেলবে। তিনি আরো উল্লেখ করেছেন, পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যার গুণগত মান উন্নত করার ব্যবস্থা কার্যকরী করলে চীনের অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক শিক্ষাদানের উপর কল্যাণকর প্রভাব ফেলবে।

** ১৯৭৬ সালের ৫ জুলাই চীনের প্রথম মহাসাগর বৈজ্ঞানিক তদন্ত কাজ

     ১৯৭৬ সালের ৫ জুলাই "সিয়াং ইয়াং ৫ নং" এবং "সিয়াং ইয়াং ১১ নং" নামক চীনের দশ হাজার টন ওজনের মহাসাগর বৈজ্ঞানিক তদন্ত জাহাজ প্রশান্ত মহাসাগরে সাফল্যের সঙ্গে চীনের প্রথম মহাসাগর বৈজ্ঞানিক তদন্ত কাজ চালিয়েছে। এবং বিপুল পরিমানে বহু ক্ষেত্রের সরাসরি তথ্য পেয়েছে। যা চীনের সামুদ্রিক বিজ্ঞান ব্রত উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখেছে।

বিদেশ

** ১৮৩০ সালের ৫ জুলাই ভেনিজুয়েলার স্বাধীনতা

    ভেনিজুয়েলা এই শব্দের স্পেনিশ ভাষার অর্থ হলো "মিনি ভিনিস"। ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত। তার উত্তর দিকে রয়েছে ক্যারিবিয় সাগর, পূর্ব দিকে গুয়ানার সঙ্গে সংলগ্ন, দক্ষিণ দিকে ব্রাজিলের সঙ্গে সংলগ্ন, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে কলম্বিয়ার সঙ্গে সংলগ্ন। এর আয়তন ১৩৫১২ বর্গকিলোমিটার। তটসীমার দৈর্ঘ্য ২৮১৩ কিলোমিটার।

    ভেনিজুয়েলায় বন, খনি সম্পদ এবং কৃষি প্রভৃতি নানান প্রাকৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধশালী। দেশটি ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠ আর্থ-শিল্পোন্নত দেশের অন্যতম। ভেনিজুয়েলার পেট্রোলিয়ামএবং প্রাকৃতিক গ্যাসের মওজুদ পরিমাণ উভয় ল্যাটিন আমেরিকায় শীর্ষ স্থানে আছে। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়ামেরউত্পাদন এবং রপ্তানি দেশের অন্যতম।

    ভেনিজুয়েলার রাজধানী কালাকাস। এ শহরের চার শ বছরের ইতিহাস রয়েছে। শহরটি ল্যাটিন আমেরিকার একটি অতি প্রাচীন নগর। কালাকাসের উজ্জ্বল সংগ্রামী ইতিহাস আছে। এটি হচ্ছে ল্যাটিন আমেরিকান মহাদেশে স্প্যানিশ ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামে পতাকা তোলার ঐতিহাসিক নামকরা নগর। কালাকাস হচ্ছে ভেনিজুয়েলার পরিবহন কেন্দ্র। এখান থেকে সড়কপথে সব দিকে যাওয়া যায়। এর মধ্যে কালাকাস থেকে কলম্বিয়ার রাজধানী বোগোটা মুখি রাজপথ হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজপথ।

    ভেনিজুয়েলা সরকার জাতির স্বাধীনতা , দেশের সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করে, বিদেশের আগ্রাসন এবং হস্তক্ষেপ বিরোধীতা করে। ১৯৭৪ সালের ২৮ জুলাই চীন আর ভেনিজুয়েলার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে।