চলতি গ্রীষ্ম মৌসুম শুরু হবার পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া আর বর্ষাকালের আগমনের সংগে সংগে নেপালের পশ্চিম আর মধ্য-পশ্চিমাংশের বহু অঞ্চলে বিষধর সাপের প্রাদুর্ভাব দিয়েছে । এ পর্যন্ত সাপের কামড়ে কয়েক শো জন আহত আর বহু লোক নিহত হয়েছে ।
কাঠমুন্ডু থেকে ৩ শো কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা৫ তারিখ বলেছেন , এবছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে শুধু এই হাসপাতালে বিষধর সাপের কামড়ে আহত তিন শতাধিক ব্যক্তিকে চিকিত্সা দেয়া হয়েছে । এর মধ্যে ১৭ জন মারা গেছে । গত বছর এই হাসপাতালে বিষধর সাপের কামড়ে ১১০জন আহতকে চিকিত্সা দেয়া হয়েছিলো । এদের মধ্যে ২০জন প্রাণ হারায় ।
|