তাইওয়ান প্রণালীর দু' তীরের অল্প বয়সী বিজ্ঞানীদের ষষ্ঠ সেমিনার ৫ তারিখ পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
দু'দিনব্যাপী এই সেমিনারে প্রণালীর উভয় তীরের ৮০জন অল্প বয়সী বিজ্ঞানী কৃষি উন্নয়নের রণনীতি এবং কৃষি প্রযুক্তির বিকাশ বিষয়ে গভীরভাবে আলোচনা করবেন । সেমিনারে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা বলেছেন , কৃষিতে দুই তীরের যার যার প্রাধান্য আছে , এই ক্ষেত্রে দুপক্ষের প্রবল পারস্পরিক পরিপূরকতা আছে এবং সহযোগিতার ব্যাপক সম্ভাবনা আছে । তারা বলেছেন , তাইওয়ানের কৃষি পন্য উত্কৃষ্ট । অন্তঃনিহিত শক্তিসম্পন্ন মূলভূভাগের বাজারে তাইওয়ানের কৃষি পন্য বিপুল পরিমানে বিক্রি করা যাবে ।
|