মেকোং অববাহিকার অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় শীর্ষ অধিবেশন ৫ তারিখ দক্ষিণ-পশ্চিম চীনের খুনমিং শহরে শেষ হয়েছে । অধিবেশনে অংশগ্রহণকারী ছ'টিদেশের নেতৃবৃন্দ মনে করেন যে , বুনিয়াদি ব্যবস্থার গঠনকাজ জোরদার করা , বাণিজ্য আর পুঁজিবিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং পরিবেশ আর সমাজের উন্নয়ন জোরদার করাকে ভবিষ্যত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা উচিত ।
এবারকার অধিবেশনে চীন , কাম্পুচিয়া , লাওস , মায়ানমার , থাইল্যান্ড আর ভিয়েত্নাম এই ছ'দেশের নেতৃবৃন্দ আর এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান এই এলাকার সহযোগিতার সাফল্য ও চ্যালেঞ্জ , পথ-নির্দেশক নীতি আর টেকসই বিকাশ বাস্তবায়ন বিষয়ক ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন ।
অধিবেশনে গৃহিত খুনমিং ঘোষণায় ভবিষ্যত সহযোগিতার দিশা ও গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে , আন্তঃদেশীয় পরিবহণ , ই-বাণিজ্য , ইনফো সুপার - হাইওয়ের গঠনকাজ আর প্রাণীর সংক্রামক রোগ প্রতিরোধ ক্ষেত্রে সহযোগিতার দলিল স্বাক্ষরিত হয়েছে এবং প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য সুরক্ষা করা আর বাণিজ্য ও পুঁজিবিনিয়োগের সুযোগ- সুবিধা ত্বরান্বিত করার জন্য রণনৈতিক কাঠামো গড়ে তোলা হয়েছে ।
|