চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ৫ তারিখ পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'র রাশিয়া সফরকালে দুদেশের নেতৃবৃন্দ শক্তি- সম্পদ সহযোগিতার বিষয়ে ব্যাপক মতৈক্যে পৌঁছেছেন । দুপক্ষ মনে করে যে , শক্তি সম্পদ সহযোগিতা জোরদার করা দুদেশের আর্থ-সামাজিক সহযোগিতার মান উন্নত করার জন্য সুগভীর তাত্পর্য সৃষ্টি করবে ।
তিনি বলেছেন , এবারকার শীর্ষ বৈঠকে দুপক্ষ তেল ও প্রাকৃতিক গ্যাস আর বিদ্যুত ক্ষেত্রে যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে , তাতে দুদেশের শক্তি সম্পদ সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অগ্রগতি প্রতিফলিত হয়েছে ।
|