v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-05 19:37:07    
সুন উখোং-এর জন্ম কথা

cri
    অনেক অনেক দিন আগের কথা । তোং শেং মহাদেশে আওলাই নামে এক রাজ্য ছিলো । এই রাজ্যের পশ্চিমে ছিলো এক সাগর । সেই সাগরের মাঝখানে ছিলো ফুলে ফলে ভরা এক পাহাড় । আর সেই পাহাড়ের চুড়ায় ছিলো প্রকান্ড একটি অলৌকিক পাথর । সেটা থেকে বিচ্ছুরিত হতো অবিরত উজ্জ্বল আলো । মনে হতো পুরো পাহাড়টাই আলোর পাহাড় ।

    এই পাথরটির উপর সকালে পড়তো সুর্যের খোলামেলা আরো আর তাপ । রাতে পড়তো চাঁদের স্নিগ্ধ আলো আর শিশির । বর্ষার পানিতে তার হতো নিত্য স্নান । বহু যুগ বহু শতাব্দি কেটে যাবার পর সেই পাথরে আঙ্কুরিত হলো একটি প্রাণ । হঠাত্ একদিন প্রচন্ড শব্দে পাথরটি ফেটে তা থেকে বেরিয়ে এলো একটি পাথরের ডিম । আর সেই ডিম থেকে জন্ম নিল একটি পাথরের বানর । কিন্তু তার প্রাণ আছে । সে একটু পরেই লাফালাফি শুরু করে দিলো। পিপাসায় ঝর্ণার পানি এবং খিদে পেলে গাছের ফলও খেতে শিখলো নিজে নিজে ।

    ক্রমে কিছু বানব বন্ধু জুটলো তার । মহা আনন্দে তারা পাহাড়ে লাফালাফি ছোটছুটি করতো । একদিন তারা এক বিশাল জলপ্রপাত দেখলো । যেনো বিশাল চওড়া পানির ঘনো পর্দা । তারা বাজি ধরলো , কে পারে এই পানির তোড়ের ভেতর ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যেতে ? এক বুড়ো বানর বললো , যে এই কাজ পারবে তাকে আমরা রাজা বানাবো।

    এক লাফ দিয়ে এগিয়ে এলো সেই পাথরের বানর । তিড়িং করে এক লাফে সে ঐ জল প্রপাতের পর্দা ভেদ করে বেরিয়ে গেলো পানির ওপারে । সে চোখ খুলেই দেখলো মনোরম দৃশ্য । এক চকচকে সেতুর পাশে দেখলো ছয়টি গুহা । সেখানে লেখা , "পবিত্রস্থান পুষ্পফল পর্বত , জলপর্দা গুহা" ।

    গুহার ভেতর ঢুকে বানর দেখলো , সেখানে পাথরের খাট টেবিল বেঞ্চ রান্নার চুলো থালা বাটি সব আছে । খুব আনন্দিত হলো সে । জায়গাটাও বেশ বড়ো সড়ো । হাজার খানেক বানর একসঙ্গে থাকা যাবে । বানরেরা পাথরের বানরকে ধন্যবাদ জানালো অন্তর থেকে । পাথরের বানর এবার নিজেকে বানরের রাজা ঘোষণা করলো । সবাই মেনে নিলো রাজাকে । তারপর মহা আনন্দে রান্না বান্না করে আয়োজন করলো ভোজসভার । খেতে খেতে সবাই ক্লান্ত হয়ে গেলো । খুশিতে আটখানা সবাই । সেই থেকে পুষ্পফল পর্বত হলো তাদের রাজ্য , আর জলপর্দা গুহা হলো তাদের বাড়ি ।

    রাজা বানর ক্রমে সেনাপতি ও মন্ত্রি নিয়োগ করলো । তারা প্রতিদিন রাজ্যময় ঘুরে বেড়াতো । এই ভাবে আনন্দের সঙ্গে কেটে গেলো কয়েকশো বছর । বানরের বয়স হলো অনেক ।

    হঠাত্ একদিন বানররাজের মনে মৃত্যু চিন্তা এলো । এক বৃদ্ধ বানর বললো , এই পৃথিবির কোনো এক গুহায় থাকেন এক দেবর্ষি । তার কাছে গেলে অমর হওয়ার উপায় জানা যাবে । পরদিনই পাথরের বানর রওনা হলো দেবর্ষির খোঁজে । ভেলায় দাঁড় বেয়ে সে সাগর পাড়ি দিতে দিতে একদিন জম্বু দেশের দক্ষিণ সিমানায় পৌঁছুলো সে । সেখানে অনেক লোক । তারা তো বানরকে দেখেই ভয়ে দিলো দৌড় । তাদেরই একজনকে ধরে তার জামা কাপড় কেড়ে নিয়ে সে পরলো । দেখতে একটু সভ্য হলো এবার । জম্বু দেশেই কেটে গেলো তার আট নয় বছর । সে কথাবার্তা বলা শিখলো । আচার আচরণ শিখলো । কিন্তু দেবর্ষির সন্ধান তো পেলো না ।