চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের পরিচালক ছেন ইউন লিন ৫ জুলাই পেইচিংয়ে বলেছেন, তিনি আশা করেন, তাইওয়ান প্রাণালীর দু'পার তথ্য শিল্পের আদান-প্রদান ও সহযোগিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে এক সঙ্গে তাইওয়ান প্রণালীর দু'পারের তথ্য শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে।
তাইওয়ান হুয়া জু শিল্প অভিন্ন মানদন্ড ত্বরান্বিত তহবিল সংস্থার সদস্যদের সঙ্গে সাক্ষাত্কালে ছেন ইউন লিন উল্লেখিত কথা বলেছেন। তিনি বলেছেন, তাইওয়ান প্রণালীর দু'পারের তথ্য শিল্প প্রযুক্তির মানদন্ড ফোরাম হচ্ছে চীনের কুওমিনতাং পার্টির চেয়ারম্যান লিয়েন জান চীনের মূলভূভাগে সফরকালে দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে একটি। বর্তমানে বিশ্বের প্রযুক্তিগত প্রতিযোগিতা দিন দিন তুমুল হচ্ছে। তাইওয়ান প্রণালীর দু'পারের জনগণের আদান-প্রদান জোরদার এবং সহযোগিতা সম্প্রসারনের মাধ্যমে দু'পারের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করা উচিত।
দু'দিনব্যাপী ফোরামে দু'পারের তথ্য শিল্প মহল এবারকার ফোরামের মাধ্যমে প্রযুক্তিগত মানদন্ড ক্ষেত্রে সুদীর্ঘ আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে।
|