চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৫ জুলাই আসতানায় তাঁর নির্ধারিত হোটেলে পৃথক পৃথকভাবে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ এবং ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও বলেছেন, চীন পক্ষ তাজিকিস্তানের সঙ্গে মিলিতভাবে অর্থনীতি ও বাণিজ্য , পরিবহন প্রভৃতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা নিরন্তরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেছেন, চীন ও তাজিকিস্তানের উচিত বহুপাক্ষীক কাঠামোতে সুষ্ঠু সহযোগিতা আরো জোরদার করা, গুরুত্বপুর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যায় অব্যাহতভাবে পরস্পরকে সমর্থন এবং সমন্বয় করা।
ইরানের ভাইস প্রেসিডেন্ট আরেফের সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও প্রথমে শাংহাই সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক হওয়ার জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, চীন পক্ষ বিভিন্ন ক্ষেত্রে ও পর্যায়ে ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং সহযোগিতা চালাতে ইচ্ছুক।
আরেফ বলেছেন, ইরান-চীন সম্পর্ক উন্নয়নের বিরাট সুপ্ত শক্তি আছে। ইরান চীনের আরো বেশি শিল্পপ্রতিষ্ঠানকে সার্বিকভাবে ইরানের আর্থিক গঠনকাজে অংশ নিতে স্বাগত জানায়।
|