চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৫ জুলাই বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পক্ষ আশা করে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার যোগাযোগ আরো জোরদার হবে এবং তারা নমনীয়, গঠনমূলক ও বাস্তব মনোভাব নিয়ে আন্তরিকভাবে ছয় পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।
সম্প্রতি, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সহ ছ' পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কর্মকর্তারা নিউইয়র্কে মার্কিন কূটনীতি সংক্রান্ত জাতীয় কমিটির আয়োজিত দু'দিন ব্যাপী সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনার চলাকালে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া বহু পদ্ধতিতে যোগাযোগ করেছে, কিন্তু ছ'পক্ষীয় বৈঠক পুনরুদ্ধারের ব্যাপারে নির্দিষ্ট কোনো অগ্রগতি অর্জিত হয় নি।
এ ব্যাপারে লিউ চিয়ান ছাও মন্তব্য করেছেন, চীন পক্ষ বিশ্বাস করে এমন যোগাযোগ যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার মধ্যে সমঝোতা বাড়ানোর জন্য কল্যাণকর, যদিও ছয় পক্ষীয় বৈঠকের অগ্রগতির কোনো সময়সূচি এখনো হয় নি, কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বৈঠক আবার শুরু করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে।
|