ব্রিটেন ও জার্মানীর সরকার ৪ জুলাই বলেছে, সম্প্রতি পশ্চিমা তথ্যমাধ্যমে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিকূল রিপোর্ট ও অভিযোগ ই. ইউ. এবং ইরানের মধ্যকার পারমানবিক বৈঠককে প্রভাবিত করবে না।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ও জার্মানীর পররাষ্ট্র মন্ত্রী জোশকা ফিশার একই দিন লন্ডণে অনুষ্ঠিত একটি বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, নেজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয় নি।
স্ট্র বলেছেন, ই.ইউ. জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের শুরুতে ইরান সরকারের কাছে ইরানের পারমানবিক সমস্যার সমাধান সংক্রান্ত প্রস্তাব দাখিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। ই.ইউ. আপাততঃ এ পদ্ধতি অনুসরণ করবে।
বর্তমানে ব্রিটেন, জার্মানী ও ফ্রান্স ই.ইউ.'র প্রতিনিধি হিসেবে ইরানের সঙ্গে পারমানবিক সমস্যা নিয়ে আলোচনা করছে। ইরানকে ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা চিরতরে বন্ধ করতে পরামর্শ দেয়া হয়েছে।
|