চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৫ জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন শ্রীলংকা সরকারের শান্তিপূর্ণ উপায়ে জাতীয় পুনর্মিলন বাস্তবায়ন করা এবং শ্রীলংকার আপামর জনতার স্বার্থরক্ষার প্রয়াসকে সমর্থন করে।
সম্প্রতি শ্রীলংকা সরকার তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সাথে সুনামি -উত্তর ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শ্রীলংকার অভ্যন্তরের কিছু শক্তি এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ফলে দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি দেখা দিয়েছে। এই প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন, চীন সরকার বরাবরই শ্রীলংকা সরকারের নেয়া দেশের ঐক্য, সার্বভৌমত্বএবং ভূভাগের অখন্ডতা রক্ষার প্রচেষ্টাসমর্থন করে। চীন পক্ষ আশা এবং বিশ্বাস করে, বিভিন্ন পক্ষের মিলিত প্রচেষ্টায়শ্রীলংকার জনগণ শীঘ্রই সুনামিতে বিধ্বস্ত স্বদেশকে পুনর্গঠিত করবেন এবং দেশে স্থায়ী শান্তি , স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বাস্তবায়ন করবেন।
|