দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা ৫ জুলাই সিউলে বলেছেন, ইউরোপীয় সংসদের সদস্য দল ৯ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত যথাক্রমে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করবে।
জানা গেছে, এই সদস্য দল ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তর কোরিয়া সফরকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ গণ-পরিষদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কিম ইয়োংনাম এবং পররাষ্ট্রমন্ত্রী পাক নামসুনের সঙ্গে বৈঠক করবে। তারা কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে মত বিনিময় করবে। দক্ষিণ কোরিয়া সফরকালে এই সদস্য দল দক্ষিণ কোরিয়ার কংগ্রেসের স্পীকার কিম অনকি, একীকরণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ছুন দোংইয়োং, পররাষ্টমন্ত্রী পান কিমুনের সঙ্গে বৈঠক করবে এবং দক্ষিণ কোরিয়া পক্ষের উদ্দেশ্যে তাদের উত্তর কোরিয়া সফরের সাফল্য অবহিত করবে।
জানা গেছে, এই ইউরোপীয় সংসদের সদস্য দল ছয় জন নিয়ে গঠিত। অস্ট্রিয়ার সংসদের সদস্য উরসুলা স্টেনজেল দলনেতার দায়িত্ব পালন করেন। দলের সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন বিখ্যাত উত্তর কোরীয় বিষয়ক বিশেষজ্ঞ, ব্রিটিশ সংসদের সদস্য ক্লিন ফোর্ড।
|