পাঁচ দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক পরিবেশ ও উন্নয়ন সম্মেলন কিউবার রাজধানী হাভানায় উদ্বোধন হয়েছে। সম্মেলনে যোগদানকারীরা একসাথে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত শিক্ষা চালানো, বিভিন্ন দেশগুলোর অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন সুনিশ্চিত করার জন্য কার্যকরভাবে প্রাকৃতিক সম্পদ সুরক্ষা করা ও ব্যবহার করা সমস্যা নিয়ে আলোচনা করবেন।
ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার তিরিশটি দেশের প্রতিনিধি আর জাতি সংঘ পরিবেশ কার্যক্রম, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ লীগ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলের প্রধান প্রসঙ্গ হচ্ছে পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত শিক্ষা জোরদার করা এবং কার্যকরভাবে পানি-সম্পদ, জলাভূমি, প্রাণী ও উদ্ভিদের করিডর, প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল আর উপকূলীয় প্রাকৃতিক ব্যবস্থা সুরক্ষা ও ব্যবহার করা।
কুউবার উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক পরিবেশ ও উন্নয়ন সম্মেলন ১৯৯৭ সাল শুরু হয়। প্রতি দুই বছর একবার সম্মেলন আয়োজিত হয়। এর প্রধান লক্ষ্য হচ্ছে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবীয়ান অঞ্চলের পরিবেশ সংরক্ষণ একীকরণ ত্বরান্বিত করা, যৌক্তিকভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা, যাতে অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজের টেকসই উন্নয়ন সুনিশ্চিত করার জন্য অবদান রাখা যায়।
|