আফ্রিকান ইউনিয়নের পঞ্চম শীর্ষ সম্মেলন ৪ জুলাই সকালে লিবিয়ার উপকূলীয় শহর সির্টে উদ্বোধন হয়েছে। এবারকার সম্মেলনে প্রধানতঃ আফ্রিকার উন্নয়ন, বিদেশী ঋণ, দারিদ্র্য বিমোচন, আঞ্চলিক সংঘর্ষ, একীকরণ প্রক্রিয়া এবং জাতি সংঘের সংস্কার সমস্যায় আফ্রিকান ইউনিয়নের অধিষ্ঠান ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা হবে।
আফ্রিকান ইউনিয়নের কার্য-নির্বাহী চেয়ারম্যান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসান্জো সম্মেলনের উদ্বোধনকথা ঘোষণা করেন। সম্মেলনের স্বাগতিক দেশ লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি উদ্বোধনী অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের উচিত আফ্রিকার যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার ফলপ্রসূ পদ্ধতি অন্বেষণ করা, আফ্রিকার অর্থনৈতিক একায়ন জোরদার করা, আর বিশ্ব অর্থনীতিতে আফ্রিকার মর্যাদা জোরদার করার জন্য ঐক্যবদ্ধভাবে তত্পরতা চালানো। তিনি বলেছেন, আফ্রিকার বিভিন্ন দেশের নেতার ঐতিহাসিক দায়িত্ব বহন করা উচিত, আফ্রিকার উন্নয়নের সুনির্দিষ্ট ব্যাপারাদিতে বলিষ্ঠ মনোভাব নেয়া উচিত। তিনি জাতি সংঘের সংস্কার, বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াদিতে জাতি সংঘের সাধারণ পরিষদের যথার্থ বক্তব্য প্রকাশের অধিকার সমর্থন করেছেন।
|