মেকোং নদীর অববাহিকার নেতৃবৃন্দ আর শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের আলোচনা সভা ৪ তারিখ দক্ষিণ চীনের খুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছে । এই আলোচনা সভায় অংশগ্রহনকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই আশা প্রকাশ করেছেন যে , শিল্প আর বাণিজ্য মহল সক্রিয়ভাবে যোগাযোগ , শক্তি সম্পদ , টেলি-যোগাযোগ ইত্যাদি বুনিয়াদি ব্যবস্থার গঠনকাজে অংশ নেবে ।
চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও একই দিন এই আশা প্রকাশ করেছেন যে , মেকোং নদীর অববাহিকার যৌথ উন্নয়নে আরো বিরাট অবদান রাখার জন্য শিল্প আর বাণিজ্য মহল আরো ব্যাপকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় অংশ নেবে ।
তিনি সে দিন মেকোং নদীর অববাহিকার নেতৃবৃন্দ আর শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন । তিনি বলেছেন , চীন সরকার শিল্প ও বাণিজ্য মহলের ভূমিকা আর বাণিজ্য ও পুঁজিবিনিয়োগের সুযোগ- সুবিধার ওপর গুরুত্ব দেয় , এই অঞ্চলের অন্যান্য দেশের অর্থনৈতিক গঠনকাজে শিল্প প্রতিষ্ঠানের যোগদানকে উত্সাহ দেয় এবং নিরন্তরভাবে দেশের অভ্যন্তরীণ পুঁজিবিনিয়োগের পরিবেশ পূর্ণাংগ করে দেয় ।
|