বুরুন্ডির সংসদ নির্বাচন ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৩ সালে গৃহযুদ্ধ হওয়ার পর এটাই বুরুন্ডির প্রথম নির্বাচন।
বুরুন্ডির স্বাধীন নির্বাচন কমিটির বন্দোবস্তু অনুযায়ী, এবারকার নির্বাচন কয়েকটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। ৪ তারিখে জাতীয় সংসদের সাংসদদের নির্বাচন হবে, এর পর সেনেটাদের নির্বাচন হবে, ১৯ আগস্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বুরুন্ডির অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার-বিরোধী সশস্ত্র শক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এবারকার নির্বাচনে সংসদের ৪০ শতাংশ আসন তুটসি জাতির অধিকারে থাকবে। বাকী আসনগুলো হুতু জাতির অধিকারে থাকবে। এই দেশের অধিকাংশ লোক হুতু জাতির। এই দুই জাতি বুরুন্ডির এক যৌথ সরকার গঠন করবে।
বল প্রয়োগেরঘটনা প্রতিরোধ করা এবং সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য জাতি সংঘের শান্তি রক্ষী বাহিনী এবং বুরুন্ডির নিরাপত্তা বাহিনী প্রত্যেক ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থাজোরদার করেছে।
|