প্রশান্ত মহাসাগরীয় সময় ৩ তারিখ রাত ১০টা ৫২ মিনিট অর্থাত্ পেইচিং সময় ৪ তারিখ বিকেল একটা ৫২ মিনিটে মার্কিন মহাকাশ ব্যুরোর ডিপ ইম্পেক্টের ডিটেক্টোর আর টেম্পেল এক নং ধুমকেতুর মধ্যে সংঘাত হয়েছে ।
ধুমকেতুর আঘাত লাগা সংক্রান্ত এই অভুতপূর্ব পরিকল্পনার প্রবর্তন ১৯৯৯ সালের ১ নভেম্বর থেকে শুরু হয়েছে । মার্কিন মহাকাশ ব্যুরো ২০০৫ সালের ১২ জানুয়ারী সাফল্যের সংগে ডিপ ইম্পেক্টোর নামক ডেটেক্টোর উত্ক্ষেপন করেছিলো । ৪ তারিখ ধুমকেতুর সংগে আঘাত লাগার আগে এই ডিটেক্টো মহাকাশে ৪৩ কোটি ১০ লক্ষ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলো ।
|