৩ জুলাই ৫ম আফ্রিকান ইউনিয়নের রাষ্ট্র আর সরকার প্রধানদের সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও একটি বাণী পাঠিয়েছেন। তিনি বলেছেন, চীন পক্ষ আফ্রিকান দেশগুলো ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে প্রয়াস চালিয়ে সমতা, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে চীন - আফ্রিকা নতুন রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক আরো উন্নত করার জন্য দু'পক্ষের জনগণের জন্যে কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক।
অভিনন্দন বাণীতে তিনি বলেন, আফ্রিকান ইউনিয়ন তার প্রতিষ্ঠার পর থেকে অর্থনৈতিক সহযোগিতা ত্বরান্বিত করা, বৈদেশিক অবস্থান সমন্বিত করা, শান্তি রক্ষী তত্পরতা জোরদার করা ইত্যাদি ক্ষেত্রে ক্রমে ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আফ্রিকার ইউনিয়ন আফ্রিকান মূলভূভাগে শান্তি ও উন্নয়নের বিকাশে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থায় পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেছেন, জাতি সংঘের সংস্কারের প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমাজের উন্নয়নমুখী দেশগুলোর সমস্যার সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া উচিত।
|