v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-04 15:45:32    
২৮ জুন--০৪জুলাই, ২০০৫

cri
মূলভূভাগ তাইওয়ানের সঙ্গে তিন ক্ষেত্রে যোগাযোগ বাস্তবায়ন করতে আগ্রহী

২৯ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হো সি চুন বলেছেন , তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে যথাশীঘ্র সম্ভববিমান-যোগাযোগ, ডাক-যোগাযোগ ও বানিজ্যিক আদানপ্রদান বাস্তবায়নের জন্য আমরা আশা করি তাইওয়ান কর্তৃপক্ষ মূলভুভাগের প্রতি অবহেলামূলক সীমা যতোতাড়াতাড়ি সম্ভব বাতিল করবে । তিনি আরো বলেছেন , মূলভূভাগ ইতিমধ্যে তাইওয়ানের প্রথম রপ্তানি বাজার ও বানিজ্যের অনুকূল উদ্বৃত্তের উত্সে পরিণত হয়েছে । পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানো দু পারের স্বদেশীদের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । তিনি জোর দিয়ে বলেছেন , তাইওয়ানের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ১৯৯২ সালের মতানৈক্যকে সমর্থন করেন , স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিরোধীতা করেন এবং দুই পারের মধ্যে সম্পর্ক প্রসারকে সমর্থন করেন , মূলভুভাগ তাদের সঙ্গে সংলাপ করতে আগ্রহী ।

২৯ জুন চীনের রাস্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মূখপাত্র লি ওয়ে ই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন , চীনের জাপান আক্রমণ বিরোধী যুদ্ধর বিজয়ের ৬০তম বাষির্কি উপলক্ষে তাইওয়ানের সিংতান পার্টির একটি প্রতিনিধি দল ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মূল ভূভাগ সফর করবে । সফরকালে এই প্রতিনিধি দল কুয়াংচৌ শহরে হুয়ানকান শহীদ মিনার আর নানচিং শহরে সুন ইয়াত সেনের সমাধিস্থলে শ্রদ্ধানিবেদন করবে । নাংচিংয়ে জাপানী আগ্রাসী বাহিনীর হত্যাযজ্ঞ সংক্রান্ত একটি প্রদর্শনী কক্ষ পরিদর্শন করবে এবং তা লিয়েন শহর সফর করবে । সফরশেষে প্রতিনিধি দল পেইচিংয়ে জাপ-আক্রমণ বিরোধী যুদ্ধের বিজয় সংক্রান্ত প্রদর্শনী কক্ষ পরিদর্শন করবে এবং পেইচিংয়ের বিশেষজ্ঞ ও পন্ডিতদের সঙ্গে আলাপ করবে।

মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী

১ জুলাই মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী। এই উপলক্ষ্যে হংকংয়ের বিভিন্ন মহল বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করে এই অবিসস্মরণীয় দিবস পালন করেছে।

১ জুলাই হংকংয়ের ট্রেড ইউনিয়ান সহ আটশো পঞ্চাশাধিক সংগঠনের যৌথ উদ্যোগে এক বৃহদাকরারের উদযাপনী কর্মসুচী গ্রহণ করে । হংকংয়ের প্রায় তিরিস হাজার নাগরিক নানা রকম শিল্পশৈলিতে যে অনুষ্ঠান পরিবেশন করেছেন তাতে মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী উদযাপনের আনন্দ এবং হংকংয়ের সংহতি ও সমৃদ্ধি অর্জনের আকাংক্ষা ব্যক্ত করা হয়েছে ।

হংকংয়ের শিল্প ও বাণিজ্য সাধারণ সংঘের তাফু শাখার প্রধান ওয়েন সিয়ে লিয়ান বলেছেন, আট বছর হলো হংকং মাতৃভূমির কোলে ফিরে এসেছে । এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি সারা দুনিয়ায় প্রশংসা পেয়েছে । হংকংয়ে বিনিয়োজিত পুঁজির পরিমান যে ক্রমাগত বাড়ছে তার মুলে রয়েছে কেন্দ্রীয় সরকারের পুর্ণ সমর্থন।

চীনের মূল ভূভাগ ৫৮০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক পুঁজি ব্যবহার করেছে

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পুঁজি বিনিয়োগ ত্বরান্বিত ব্যুরোর উপ পরিচালক কু জিয়ে ২৯ জুন হংকংয়ে বলেছেন , গত মে মাস পর্যন্ত চীনের মূল ভূভাগে মোট ৫.২ লক্ষটি বৈদেশিক পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান অনুমৌদিত হয়েছে । মোট ৫৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক পুঁজি ব্যবহৃত হয়েছে ।

চীনের নবম আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ মেলার হংকং শাখায় কু জিয়ে এ কথা বলেছেন । তিনি বলেছেন , চীনের মূল ভূভাগের উন্মুক্ত নীতি চালু হওয়ার পর চীন সক্রিয়ভাবে বৈদেশিক পুঁজি ব্যবহার করে অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছে । গত বছর বৈদেশিক পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের রপ্তানির মূল্য চীনের মোট রপ্তানি মূল্যের ৫৭ শতাংশ ।

কমনওয়েলথের সদস্যদেশগুলোর সমষ্টি নিরাপত্তা চুক্তি সংস্থার মহাসচিব মধ্য এশিয়া এবং সারা বিশ্বে চীনের ভূমিকার প্রশংসা করেছেন

২৯ জুন কমনওয়েলথের সদস্যদেশগুলোর সমষ্টি নিরাপত্তা চুক্তি সংস্থার মহাসচিব বোর্দইউজা বলেছেন, চীন মধ্য এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চয়তার ক্ষেত্রে চাবিকাঠির ভূমিকা পালন করে, এবং বিশ্বের পরিস্থিতির সুরক্ষায় একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তি।

তিনি বলেছেন, চীনের অর্থনীতির দারুণ সাফল্য অর্জিত হয়েছে এই সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে যৌথ আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা, নতুন হুমকি ও চ্যালেঞ্জের বিরোধিতার অনুকূল পরিশে তৈরি করবে।তিনি আরো বলেছেন, সন্ত্রাসী সংস্থা, চরমপন্থী, মাদক দ্রব্য অপরাধি ও অবৈধ অভিবাসীর আঘাত ইত্যাদি ক্ষেত্রে চীন ও এই সংস্থার সহযোগিতার ভবিষ্যত্ খুবই তত্পর্যপূর্ণ।

নতুন ইরানী প্রেসিডেন্টের প্রতি চীনের অভিনন্দন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৭ জুন পেইচিংয়ে বলেছেন , মাহমুদ আহমাদিনেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত , চীন পক্ষ তাঁকে অভিনন্দন জানিয়েছে ।

সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেছেন , মাহমুদ আহমাদিনেজাদের প্রেসিডেন্ট নির্বাচন ইরানী জনগণের বাছাই । চীন বিশ্বাস করে তাঁর কার্যমেয়াদে চীন ও ইরানের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নত হবে । চীন আশা করে নতুন সরকারের নেতৃত্বে ইরানের জনগণ আরও সুন্দরভাবে স্বদেশ গঠন করবে ।

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাহমোদ আহমাদিনেজাদ ২৬ জুন তেহরাণে অনুষ্ঠিত একটি তথ্য-জ্ঞাপন সম্মেলনে বলেছেন, চীনকে তিনি ভালভাবে বুঝতে পারেন এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক।

পাকিস্তানেরপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ২ জুলাই ইসলামাবাদে সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়েইয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দু'দেশের সহযোগিতা গভীর করা, এবং দু'দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া আশা প্রকাশ করেছে।

আজিজ পাক-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান পক্ষ পাক-চীন সম্পর্কের উপর গুরুত্ব দেয়। দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির বিষয়বস্তু বাস্তবায়িত করা, দু'দেশের চিরস্থায়ী মৈত্রী সুসংবদ্ধ করা, দু'দেশের বহুমুখী সহযোগিতা গভীর করা এবং এই অঞ্চলের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য পাকিস্তান চীনের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে চায়। আজিজ পুনরায় ঘোষণা করেছেন, পাকিস্তান এক চীনের নীতি সমর্থন করে, এবং "স্বাধীন তাইওয়ানের " বিরোধীতা করে।

উ দা ওয়েই বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সাফল্যের সঙ্গে পাকিস্তান সফর করেছেন, চীন-পাক রাজনৈতিক সম্পর্কের মান উন্নত করেছেন, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা বলিষ্ঠভাবে ত্বরান্বিত করেছেন। চীন পক্ষ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে চীন-পাক সম্পর্ক সামনে এগিয়ে নিতে যেতে ইচ্ছুক।

ভারতের প্রধানমন্ত্রীঃ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা উচিত

ভারতের প্রধানমন্ত্রী মনোমোহন সিংহ ২ জুলাই নয়া দিল্লীতে বলেছেন, তিনি আশা করেন ভারত ও পাকিস্তান দু'পক্ষের মতভেদ দূর করার উপায় অন্বেষণের প্রচেষ্টা চালাবে যাতে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত করা যায়।

একই দিনের একটি সম্মেলনে সিংহ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান কোনো কোনো মতভেদের জন্য দক্ষিণ এশিয় দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা ও সামাজিক আদান প্রদান বিঘ্নিত হচ্ছে। এটা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতার পথের একটি বাধা হয়েছে। সুতরাং দু'দেশের নতুন সম্পর্কের কাঠামোয় মতভেদ দূর করার উপায় অন্বেষণ করা উচিত।

উল্লেখ্য অর্ধশতাব্দীর বৈরিতা ও ৩ টি বিরাটাকারের যুদ্ধে, ভারত ও পাকিস্তানের জনগণের জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দু'দেশের তিক্ত সম্পর্ক দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান ও দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের উপর প্রতিকূল প্রভাব ফেলেছে। ২০০৩ সালের এপ্রিল মাসে দু'দেশের সম্পর্কের উন্নতি হওয়ার পর, দু'দেশের নেতারা সম্পর্ক উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন।

ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন সমাপ্ত

তিনদিনব্যাপী ৩২তম ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন ৩০ জুন সানায় সমাপ্ত হয়েছে । সম্মেলনে প্রকাশিত ঘোষণায় সদস্য দেশগুলোর প্রতি অর্থনৈতিক যোগাযোগ জোরদার করা এবং সংস্কারের মাধ্যমে ইসলামী দেশগুলোর উন্নয়ন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে ।

৫৬টি সদস্যদেশের ৫০০জনেরও বেশী প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন । সম্মেলনে প্রকাশিত ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে যে , ইসলামী দেশগুলো জাতি সংঘের সংস্কার সমর্থন করে । ঘোষণায় সংশ্লিষ্ট পক্ষের প্রতি ফিলিস্তিন সমস্যার ওপর মনোযোগ দেওয়া , ইরাকের অন্তর্বর্তিকালীন সরকার সমর্থন করা , ইরাকের সার্বভৌমত্ব ও ভূভাগের অখন্ডতা রক্ষা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সুদানের জাতীয় সমঝোতা ও পুনর্নিমাণ বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে ।

আন্নানঃ উন্নয়ন সমস্যা সমাধান শিল্পোন্নত দেশ ও উন্নয়নমুখী দেশগুলোর অভিন্ন দায়িত্ব

জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ২৭ জুন জাতি সংঘ সাধারণ পরিষদ উচ্চ পর্যায় উন্নয়নের পুঁজি সংগ্রহ সংক্রান্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে জোর দিয়ে বলেছেন যে, শুধু শিল্পোন্নত দেশ এবং উন্নয়নমুখী দেশগুলো উন্নয়ন সমস্যা সমাধানের মিলিত প্রয়াস চালালেই কেবল জাতি সংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য যথা সময়ে বাস্তবায়ন করা যাবে।

তিনি শিল্পোন্নত দেশগুলোর উদ্দেশ্যে সক্রিয়ভাবে উন্নয়নমুখী দেশগুলোর ঋণ কমানো আর মওকুব করা এবং উন্নয়নমুখী দেশগুলোর জন্য সরকারী সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে উন্নয়নমুখী দেশগুলো উন্নয়নের প্রক্রিয়ায় নীতি নির্ধারণের আরও বেশী অধিকার ভোগ করতে পারে।

এর সঙ্গে সঙ্গে আন্নান উন্নয়নমুখী দেশগুলোর উদ্দেশ্যে দুর্নীতি দূর করার ব্যবস্থা নেয়া পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করা, সম্পদের সুব্যবস্থার করা এবং আরও উন্মূক্ত অর্থনৈতিক নীতি পালন করার আহ্বান জানিয়েছেন।

স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্যমন্ত্রী সম্মেলনে "লিভিং স্টোন ঘোষণা" গৃহীত

ত্রিশটিরও বেশি স্বল্পোন্নত দেশের বাণিজ্যমন্ত্রী ২৬ জুন জামবিয়ার সৈকত শহর লিভিং স্টোনে " লিভিং স্টোন ঘোষণা" গৃহীত করেছেন। এই ঘোষণা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন অধিষ্ঠান হবে।

ঘোষণায় স্বল্পোন্নত দেশগুলোর অধিষ্ঠান ও দাবি ৩৮ দফার সংক্ষেপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যে, উন্নত দেশগুলোর উচিত অবিলম্বে স্বল্পোন্নতদেশগুলোর যাবতীয় পণ্যদ্রব্যের স্থায়ীভাবে ও পূর্বনির্ধারণেরভিত্তিতে কর মওকুব এবং কোটা-মুক্তভাবে বাজারে প্রবেশ অনুমোদন করা।

ঘোষণায় আন্তর্জাতিক সংস্থাগুলো ও বাণিজ্যিক অংশিদারগুলোর উদ্দেশ্যে স্বল্পোন্নত দেশগুলোকে আর্থিকসমর্থন যুগিয়ে দেওয়ার আহবান জানানো হয়েছে, যাতে স্বল্পোন্নত দেশগুলোকে তাদের বহু-পাক্ষিক বাণিজ্যিক পরিবেশের পরিবর্তন মোকাবেলার জন্য প্রয়োজনীয় পুনর্বিন্যাসের পদক্ষেপ নিতে সাহায্য করা যায়। এর সঙ্গে সঙ্গে ঘোষণায় সংশ্লিষ্ট দেশ ও সংস্থার উদ্দেশ্যে সার্বিকভাবে স্বল্পোন্নত দেশগুলোর ঋণ মকুফ করা এবং সরকারী সাহায্য বাড়ানোর আহবান জানানো হয়েছে, যাতে জাতি সংঘের নির্ধারিত সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্যে স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য করা যায়।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বেড়েছে

২৭ জুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে । যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাজারে আগামী আগস্ট মাসে তেলের ফিউছার্স মূল্য বেরেল প্রতি ৬০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে , এটা গত ২২ বছরে এই বাজারে তেলের সর্বোচ্চ ফিউছার্স মূল্য ।

একই দিন যুক্তরাজ্যের লন্ডন আন্তর্জাতিক তেল বাজারে আগামী আগস্ট মাসে উত্তর সাগরের ব্রেন্টের তেলের সর্বোচ্চ ফিউছার্স মূল্যও প্রায় ৬০ মার্কিন ডলার ।

বিশেষজ্ঞদের মতে , তেলের প্রতি আন্তর্জাতিক সমাজের চাহিদা বৃদ্ধি আর তেল উত্পাদনকারী দেশগুলোর উত্পাদন সম্বন্ধে বাজারের অপর্যাপ্ত আস্থা হচ্ছে তেলের মূল্য বাড়ার প্রধান কারণ ।

অন্য একটি খবরে বলা হয়েছে , তেলের দাম কমানোর জন্য ওপেকের পালাক্রমিক চেয়ারম্যান , কুয়েতের শক্তিমন্ত্রী ফাহাদ আল সাবাহহ ২৭ জুন বলেছেন তিনি ওপেকের সদস্যদেশগুলোর সঙ্গে তেলের দৈনিক উত্পাদন পাঁচ লক্ষ বেরেল বাড়ার সমস্যা নিয়ে আলোচনা করছেন ।

এইডস রোগের প্রতিরোধ ও নিরাময় কাজে লক্ষনীয় সাফল্য

২৯ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর জাতি সংঘের এইডস রোগ প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমের প্রকাশিত একটি যৌথ রির্পোটে বলা হয়েছে, ২০০৩ সালের ডিসেম্বর মাসের পর থেকে উন্নয়নমুখী দেশগুলোতে প্রায় ১০ লক্ষ এইডস রোগী অ্যান্টি-রেট্রো ভাইরাসের চিকিত্সা পেয়ে আসছে। সারা পৃথিবীর এইডস রোগ প্রতিরোধ ও নিরাময় কাজে লক্ষনীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

রির্পোটে বলা হয়েছে, ২০০৩ সালের ডিসেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৫ সালের শেষ নাগাদ উন্নয়নমুখী দেশগুলোর ৩০ লক্ষ এইডস রোগীর কাছে অ্যান্টি রেট্রোভাইরাস সরবরাহ করার প্রস্তাব উত্থাপন করেছে। উন্নয়নমুখী দেশগুলোতে আন্টি রেট্রো ভাইরাসের ঔষুধ প্রাপ্ত রোগীদের সংখ্যা তখনকার ৪ লক্ষ থেকে বেড়ে ২০০৫ সালের জুন মাসের ১০ লক্ষের কাছাকাছি হয়ে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অবকাঠামো আর ব্যবস্থা বিকশিত করার জন্য রির্পোটে বিভিন্ন দেশের সরকার আর অর্থদাতা দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্দেশ্যে যথোচিত রাজনৈতিক সদিচ্ছা দেখানোর আহ্বান জানানো হয়েছে।