v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-04 15:40:14    
ভিয়েত্নাম, লাওস এবং মায়ানমারের নেতাদের সঙ্গে ওয়েন চিয়াপাওয়ের সাক্ষাত

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ৪ জুলাই চীনের দক্ষিণাঞ্চলের খুনমিং শহরে আলাদা আলাদাভাবে বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ভিয়েত্নামের প্রধানমন্ত্রী ফান ভান খাই, লাওসের প্রধানমন্ত্রী বৌংনাং এবং মায়ানমারের প্রধানমন্ত্রী সোয়ে উইনের সঙ্গে সাক্ষাত করেছেন।

    ওয়েন চিয়াপাও বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় ভিয়েত্নামের অন্তর্ভূক্তি সমর্থন করে এবং চীনা কোম্পানিগুলোর লাওসে গিয়ে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা করতে উত্সাহ ও সমর্থন করে। তিনি আশা করেন, মায়ানমারের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বাস্তবায়িত হবে।

    বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের সহযোগিতা প্রসঙ্গে ওয়েন চিয়াপাও বলেছেন, চীন পক্ষ আঞ্চলিক উন্নয়ন এবং সমৃদ্ধি বাস্তবায়নের ক্ষেত্রে বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব দেয়। চীন এই উপঅঞ্চলের সহযোগিতার ভবিষ্যতের প্রতি আস্থা-ভরপুর। চীন অব্যাহতভাবে সুপ্রতিবেশিসূলভ পররাষ্ট্রনীতিতে অবিচল থাকবে, সহযোগিতামূলক অভিন্ন কল্যাণের পথে চলবে এবং উপঅঞ্চলের বিভিন্ন দেশগুলোর একসাথে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য অবদান রাখবে।

    ভিয়েত্নাম, লাওস এবং মায়ানমার এ তিনটি দেশের নেতা এবারকার শীর্ষ সম্মেলনের জন্য চীন পক্ষের বিভিন্ন ধরণের প্রস্তুতি কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা আস্থা প্রকাশ করেন, বিভিন্ন পক্ষের মিলিত প্রচেষ্টায় সম্মেলনে উপঅঞ্চলের সহযোগিতা ত্বরান্বিত করার জন্য রণনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হবে।

    বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার দ্বিতীয় শীর্ষ সম্মেলন ৫ জুলাই খুনমিংয়ে উদ্বোধন হবে।