ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসেফি ৩ তারিখে তথ্যজ্ঞাপন সভায় বলেছেন , ইরানের প্রেসিডেন্ট নেজাদ ১৯৭৯ সালে মার্কিন জিম্মি আটক করে রাখার তত্পরতায় অংশগ্রহণ করেন নি ।
আসেফি আরো বলেছেন, ইরানের প্রেসিডেন্ট নেজাদ মার্কিন জিম্মি আটক করে রাখা করার ঘটনায় অংশগ্রহণ করার কোনো প্রমাণ নেই, তা পুরোপুরি মিথ্যা কথা।
১৯৭৯ সালের নভেম্বর মাসের ৪ তারিখে ইসলামী বিপ্লব সমর্থনকারী ইরানী ছাত্রছাত্রীরা ইরানে মার্কিন দূতাবাস দখল করেছেন, দূতাবাসের ৫২ জন কর্মীকে জিম্মি আটক করে রেখেছেন। এই জন্যে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। এ বছরের জুন মাসে ,প্রেসিডেন্ট নেজাদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। ৫জন মার্কিনসাবেক জিম্মি অভিযোগ করেছেন যে , নেজাদ জিম্মি আটক করে রাখায় অংশগ্রহণ করেছেন। নেজাদের সহকারী এই অভিযোগ অস্বীকার করেছেন।
|