৩ তারিখে ২৬তম ক্যারেবিয়ান গোষ্ঠির দেশগুলোর শীর্ষ সম্মেলন কাস্ট্রিসে উদ্বোধন হয়েছে, অংশগ্রহণকারীরা জাতি সংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার, আফ্রিকা, ক্যারেবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতি ই.ইউ-এর সাহায্যদান ব্যবস্থাইত্যাদি প্রশ্নে ক্যারেবিয়ান দেশগুলোর অবস্থান সমন্বয় করবেন ।
হাইতি ছাড়া, ১৪টি সদস্য দেশের নেতা ও প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন । সম্মেলনকালে অংশগ্রহণকারীরা ক্যারেবিয়ান গোষ্ঠির রাজনীতি ও অর্থনীতির একীকরণ জোরদার করা , অর্থনীতির বিশ্বায়নে ছোট দেশগুলোর স্বার্থ সুরক্ষা করা এবং হাইতির পরিস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন ।
ক্যারেবিয়ান গোষ্ঠিআগামী বছরের জানুয়ারী মাসে একটি অভিন্ন বাজার গঠন করবে এবং শুল্ক মকু্ফ করবে , যাতে গোষ্ঠির সদস্য দেশগুলোর যোগ্য শ্রমিকরা অবাধভাবে আসা-যাওয়া করতে পারেন ।
|