২০০৪ সালে চীনের বিদেশ-ভ্রমণকারীদের মোট সংখ্যা ছিল ২৮.৮৫কোটি (পার্সন টাইমস), এর আগের বছরের চেয়ে ৪৩% বেড়েছে। এশীয় দেশগুলোর মধ্যে চীন থেকেই বিদেশ-ভ্রমণকারীদের সংখ্যা সবচেয়ে বেশী এবং সারা বিশ্বে চীন থেকে বিদেশ-ভ্রমণকারীদের সংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে ।
চীনের রাষ্ট্রীয় পর্যটন প্রশাসনের মহাপরিচালক শো ছিওয়েই "২০০৫ সালে দেশের বাইরে যাওয়ার পর্যটনকর্ম সম্মেলনে" উপরোক্ত তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, চীনের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জনগণের জীবনযাত্রা আরও বেশী উন্নত এবং বৈচিত্র্যময় হয়েছে।আরও বেশী চীনা নাগরিক বিদেশে ভ্রমণ করতে চাইছেন। চীনের বাইরে যাওয়ার পর্যটন উন্নয়নের একটি নতুন সময়পর্ব শুরু হচ্ছে ।
|