আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের মহাধ্যক্ষ সায়দ জিনিট ২ জুলাই ট্রিপোলিতে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন সিন্ধান্ত নিয়েছে, সম্প্রসারণের পর জাতি সংঘের নিরাপত্তা পরিষদে দুটি স্থায়ী সদস্য রাষ্ট্রের আসন পাওয়ার ব্যাপারে আফ্রিকা রাজি হয়েছে, কিন্তু প্রার্থী দেশ এখনো নির্ধারিত হয় নি।
আফ্রিকান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জিনিট বলেছেন, জাতি সংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীরা ঐক্যবদ্ধ হতে একমত হয়েছেন । তিনি আরো বলেছেন, আফ্রিকা নিজের প্রার্থী দেশ বাছাই করার উপায় আছে, এই কাজের জন্য আফ্রিকান মহাদেশ যে বিভক্ত হবে, তা দেখতে চায় না আফ্রিকা। আফ্রিকার বিভিন্ন দেশ এই মহাদেশের সংহতি রক্ষা করার পদ্ধাতিতে এই সমস্যা সমাধান করবে।
|