চীনের বিশেষজ্ঞ ও পণ্ডিতদে নিয়ে গঠিত আটটি পর্যবেক্ষণ দল ৩ জুলাই থেকে চীনের বিভিন্ন অঞ্চলে গিয়ে সারাদেশের ভূমিক্ষয় ও প্রাকৃতিক পরিবেশের নিরাপত্তার উপর একবছরব্যাপী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালাবে ।
৩ জুলাই পেইচিংয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চীনের জলসেচ মন্ত্রী ওয়াং সু ছেং বলেছেন , চীনের বিজ্ঞানীরা চীনের বিভিন্ন অঞ্চলে পর্যবেক্ষন চালানোর পর ভূমিক্ষয় ও প্রাকৃতিক পরিবেশের অবনতির কারণ বিশ্লেষণ করবেন , সঠিকভাবে চীনের প্রাকৃতিক পরিবেশের বাস্তব অবস্থার মুল্যায়ন করবেন এবং ভূমিক্ষয় প্রতিরোধের গতি দ্রুততর করার প্রস্তাব উত্থাপন করবেন ।
উল্লেখ করা যেতে পারে যে , ১৯৯৮ সালের পর চীনের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার ভূমিক্ষয় প্রতিরোধ-খাতে আনুমানিক ৩৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে । যে সব জায়গায় ভূমিক্ষয়- সমস্যা সমাধান করা হয়েছে সে সব জায়গার আয়তন প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার ।
|