টোগোর প্রধান মন্ত্রী এডেম্ কোডজো২ তারিখে রাজধানী লোমেইতে অনুষ্ঠিত জাতীয় সংসদের পূর্ণাংগ অধিবেশনে নতুন সরকারের প্রশাসন কর্মসূচী বর্ণনা করেছেন । অধিবেশনে এই কর্মসূচী গৃহীত হয়েছে ।
কোজোর সরকারের প্রশাসন বিষয়ক এই কর্মসূচীতে টোগোর সকল নাগরিকের সমঝোতা ও জাতীয় ঐক্য হাসিল করা , আইন প্রণয়ন করা , অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা চাঙ্গা করা , সমাজে যুব সমাজ আর সবচাইতে দরিদ্র স্তরকে সমাজে মিশে থাকতে দেয়া , দেশজুড়ে নাগরিকদের জানমালের নিরাপত্তা আর আন্তর্জাতিক মঞ্চে টোগোর ভাবমূর্তি পুনরুদ্ধার করা সহ ৭টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে ।
|