৩ জুলাই রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও নোভোসিবির্সক শহরে সিবেরিয়ান ফেডারেশন ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চীন ও রাশিয়ার স্থানীয় সহযোগিতা জোরদার করা সম্পর্কে নতুন প্রস্তাব দিয়েছেন।
হু চিন থাও বলেছেন, চীন সরকার দু'দেশের স্থানীয় সরকারকে বহুমুখী সহযোগিতা চালাতে এবং দু'পক্ষের আদানপ্রদান সম্প্রসারণ করতে উত্সাহ দেয়। এর লক্ষ্য হলো , নিজের নিজের প্রাধান্যকে কাজ লাগিয়ে, পারস্পরিক উপকার সাধন করা , পারস্পরিক সমঝোতা ও মৈত্রী উন্নত করা এবং অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়িত করা। তিনি নিজের নিজের প্রাধান্যকে কাজ লাগানো, আদানপ্রদান জোরদার করা, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা এবং বাজার আরো উন্মুক্ত করার চারটি প্রস্তাব দিয়েছেন।
তিনি বিশেষভাবে উল্লেখ্য করেছেন যে, চীন পক্ষ আশা করে, দু'দেশের জনগণের কল্যাণে চীন ও রাশিয়ার স্থানীয় সহযোগিতা জোরদারের মাধ্যমে দু'দেশের রণনৈতিক সহযোগী সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
|