চীনের কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া ইউ লিং ১ জুলাই পেইচিংয়ে ঘোষণা করেছেন যে, উত্তর পশ্চিম চীনের ছিং হাই প্রদেশের কাংছা জেলায় বার্ড ফ্লুর প্রকোপ আয়ত্ত্বে আনা হয়েছে ।
মুখপাত্র জিয়া ইউ লিং বলেছেন, ৮ জুনের পর সেখানে মৃত যাযাবর পাখির সংখ্যা ক্রমেই কমে যায় , এখন প্রায় কোনো পাখিকে মরতে দেখা যায় না ।
তিনি আরো বলেছেন , ছিং হাই প্রদেশে কোনো লোক বার্ড ফ্লুর ভাইরাসে আক্রান্ত হয় নি । সারা প্রদেশের বিশ লক্ষ হাঁস মুরগীর মধ্যেও ফ্লু রোগের সন্ধান পাওয়া যায় নি ।
জিয়া ইউ লিং আরো বলেছেন, ছিং হাই প্রদেশে বার্ড ফ্লু রোগের সন্ধান পাওয়া পর চীন সরকার এই সম্পর্কে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে অবহিত করেছে । চীন সরকার বার্ড ফ্লু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চালাতে আগ্রহী ।
|