১ জুলাই মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী। এই উপলক্ষ্যে হংকংয়ের বিভিন্ন মহল বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করে এই অবিসস্মরণীয় দিবস পালন করেছে।
১ জুলাই হংকংয়ের ট্রেড ইউনিয়ান সহ আটশো পঞ্চাশাধিক সংগঠনের যৌথ উদ্যোগে এক বৃহদাকরারের উদযাপনী কর্মসুচী গ্রহণ করে । হংকংয়ের প্রায় তিরিস হাজার নাগরিক নানা রকম শিল্পশৈলিতে যে অনুষ্ঠান পরিবেশন করেছেন তাতে মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী উদযাপনের আনন্দ এবং হংকংয়ের সংহতি ও সমৃদ্ধি অর্জনের আকাংক্ষা ব্যক্ত করা হয়েছে ।
হংকংয়ের শিল্প ও বাণিজ্য সাধারণ সংঘের তাফু শাখার প্রধান ওয়েন সিয়ে লিয়ান বলেছেন, আট বছর হলো হংকং মাতৃভূমির কোলে ফিরে এসেছে । এক দেশ দুই সমাজ ব্যবস্থার নীতি সারা দুনিয়ায় প্রশংসা পেয়েছে । হংকংয়ে বিনিয়োজিত পুঁজির পরিমান যে ক্রমাগত বাড়ছে তার মুলে রয়েছে কেন্দ্রীয় সরকারের পুর্ণ সমর্থন।
জানা গেছে, চিত্র শিল্প ও লিপিকলা সহ হংকংয়ের শিল্পকলা মহলের এক অভূতপূর্ব বৃহত প্রদর্শনীও উদ্বোধন হয়েছে।
|