জাতিসংঘস্থ চীনের স্থায়ী উপ-প্রতিনিধি চাং ই শান ১ তারিখে জাতি সংঘের একটি বার্ষিক অধিবেশনে বিশ্ব সমাজ বিশেষ করে উন্নত দেশগুলোর উদ্দেশ্যে পূর্বনির্ধারিত সময়ে সহস্রাব্দের উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে দায়িত্ব বহন করা এবং এর জন্য বিপুলমাত্রায় সরকারী সাহায্য বাড়ানো , গরীব দেশের ঋণ মওকুফ করা আর শিক্ষা ও বুনিয়াদি ব্যবস্থা খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর আহবান জানিয়েছেন ।
তিনি বলেছেন , জাতি সংঘকে বিশ্বের নির্ধারিত উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন আর ব্যাপক উন্নয়ন তরান্বিত করার ব্যাপারে পথ-নির্দেশকের ভূমিকা পালন করতে হবে , উন্নয়নের ক্ষেত্রে জাতি সংঘের ভূমিকাকে সংস্কারের প্রধান বিষয় বলে ধার্য করতে হবে এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে জাতি সংঘের অর্থনীতি ও সমাজ পরিষদের সমন্বয় সাধনের দায়িত্ব জোরদার করতে হবে ।
|