v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-02 19:15:56    
২ জুলাই

cri
    ১৯৬৪ সালের ২ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জনসেন নাগরিক অধিকার সংক্রান্ত আইন স্বাক্ষর করেন ।তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশী বিবেচিত নাগরিক অধিকার সংক্রান্ত আইন আইনী রুপ লাভ করে। এই নাগরিক অধিকার সংক্রান্ত আইন অনুমোদন করার সময় প্রেসিডেন্ট জনসেন টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় সকল মার্কিন নাগরিকের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে-বর্তানো অন্যদের মানবাধিকার লংক্ষণ-করা ধ্বংসাবশেষ দূর করতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।এটা হলো সুদীর্ঘকালসংগ্রামের পর মার্কিন কৃষ্ণাঙ্গদের অর্জিত ফল।

    মোক্কায়কোরবানির ঈদে

    ১৯৯০ সালের ২ জুলাই কোরবানির ঈদের প্রথম দিন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে-আসা প্রায় ২০ লক্ষ ইসলাম ধর্মাবলম্বিরা সে দিন মেক্কায় আয়োজিত হজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।যখন মানুষ হেঁটে হেঁটে মিনা আর মোক্কারমধ্যকার সড়ক সুড়ঙ্গ আর সুড়ঙ্গের উপরের পথ পার হয়ে সামনে এগিয়ে যাছিলেন তখন সাত জন লোক হঠাত রাস্তা থেকে সুড়ঙ্গের প্রস্থান পথে পড়ে মারা যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থালে বিশৃংখল শুরু হয়। তখন সুড়ঙ্গে প্রায় ৫০ হাজার লোক ছিলেন। বাইরের তাপমাত্রা ৪৩ সেন্টিগ্রেট। অনেক বয়স্কআর দূর্বল লোক বিশৃংখল জনসমাগমের পায়ে পিষ্ট হয়ে মারা যান। তা ছাড়া কিছু কিছু তরুণ-তরুণী শ্বাসরোধ হয়ে মারা যান। পরিসংখ্যাণ অনুযায়ী, সেবারকার দুর্ঘটনায় মোট ১৪২৬জন লোক মারা গিয়ে ছিলেন।

    ২ জুলাই ১৯৯৪ সালে কলম্বিয়ার ফুটবল খেলোয়াড় এসকোবা গুলিতে নিহত হন

    বিশ্ব কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়া কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এসকোবা ১৯৯৪ সালের ২ জুলাই একজন অস্ত্রধারীর গুলিতে খুন হন। এই খবর শোনার পর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে ওই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয়। বিবৃতিতে যতো তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীকে ধরে শাস্তি দেওয়ার আহ্বান জানানো হল।২৭ বছর বয়সী এসকোবা গ্রুপ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার সময় নিজ দলের বিরুদ্ধেআত্মঘাতী গোল দিয়ে বসেন। ২ জুলাই ভোরবেলায় যখন তিনি একটি ক্লাব থেকে বের হন তখন তিনজন পুরুষ আর একজন নারী তার পক্ষ অবরোধ করলেন। তাদের মধ্যে একজন এসকোবার গায়ে একটানা ১২ রাউন্ডগুলি ছোড়েন। এসকোবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।