চীনের রাষ্ট্রীয় ধর্ম ব্যুরোর তথ্য মুখপাত্র মাদাম কুও উয়ে ১ তারিখে পেইচিংয়ে এই মত প্রকাশ করেছেন যে , ভবিষ্যতে চীনের ক্যাথলিক ধর্মাবলম্বীরা প্রয়োজনের খাতিরে চীনের সংশ্লিষ্ট আইন , আইনবিধি আর বিশপ নির্বাচন বিষয়ক চীনের ক্যাথলিক ধর্মের বিশপ-মন্ডলীর নিয়মবিধি অনুসারে সুপরিকল্পিতভাবে বিশপ নির্বাচন করবে ।
ভাতিকানের সংগে চীনের সম্পর্ক প্রসংগে তিনি বলেছেন , চীন সরকার চীন- ভাতিকান সম্পর্ক সম্বন্ধে যে দুই নীতি পালন করে , তা স্পষ্ট আর বরাবরই । এই দুই নীতি হলো এই যে , ভাতিকানকে তাইওয়ানের সংগে তার তথাকথিত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং চীনের একমাত্র প্রতিনিধিত্বকারী বৈধ সরকার হিসেবে চীন গণ প্রজাতন্ত্রীসরকারকে স্বীকৃতি দিতে হবে , ভাতিকান ধর্মের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করলে চলবে না ।
|