চিনের উপ-পররাষ্ট্র মন্ত্রী চাং ইয়ে স্যুই ২ তারিখে পূর্ব চীনের উই হাই শহরে বলেছেন , চীন পূর্ব এশিয় দেশগুলোর সংগে পারস্পরিক উপকারিতাভিত্তিক সার্বিক সহযোগিতায় ব্রতী হবে । চীন মনে করে যে , পূর্ব এশিয় দেশগুলোর উচিত বহু ক্ষেত্রে মতৈক্য পাওয়া ।
তিনি বলেছেন , পূর্ব এশিয় দেশগুলোর উচিত বিভিন্ন ক্ষেত্রে আদান প্রদান ও সহযোগিতা জোরদার করা , পারস্পরিক সমঝোতা গভীর করা আর আন্তঃদেশীয় সহযোগিতার জন্য ইতিবাচক শর্ত আর পরিবেশ সৃষ্টি করা । এর সংগে সংগে পূর্ব এশিয় দেশগুলোর উচিত আন্তঃদেশীয় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অবাধ বাণিজ্য এলাকার নির্মাণকাজ দ্রুততর করা , পূর্ব এশিয়ার পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও পূঁজি পুরোপুরি কাজে লাগিয়ে আঞ্চলিক পূঁজিবিনিয়োগ সংস্থা , ঋণপত্র বাজার আর ব্যাংকিং সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা , যাতে পূর্ব এশিয় দেশগুলোর ব্যাংকিং ঝুঁকি প্রতিরোধের সামর্থ্য জোরদার হয় ।
|