পয়লা জুলাই মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের অষ্টম বার্ষিকী । এ উপলক্ষে একই দিন শহরবাসীরা বিরাটাকারের শুভযাত্রা আর বৈচিত্র্যময় উদযাপনী তত্পরতার আয়োজন করেছে । এতে ব্যাপক উত্সাহব্যঞ্জক পরিবেশ বিরাজমান ছিল । হংকংয়ের জনমত হলো , সুষমতা অর্জন করা হংকংবাসীদের প্রধান ইচ্ছায় পরিণত হয়েছে ।
হংকংয়ের উয়েন হুই পত্রিকার একটি সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে , এবছরের পয়লা জুলাই হংকংয়ের পরিবেশ অত্যন্ত ভালো ছিল । হংকংয়ের অর্থনীতি চাঙ্গাহয়ে উঠেছে আর জনসাধারণের জীবণযাত্রার মান উন্নত হয়েছে । তা ছাড়া আরেকটি আনন্দদায়ক ব্যাপার হলো এই যে , বিশেষ অঞ্চলের নতুন প্রশাসক সরকারী প্রশাসন জোরদার করা , সুষমতা গড়ে তোলা আর জনসাধারণের কল্যাণ সৃষ্টি করার কর্মসূচী উপস্থাপন করেছেন । ফলে ব্যাপক শহরবাসীদের প্রত্যয় আর আশা বেড়ে গেছে ।
|