৬ জুলাই আট রাষ্ট্র গোষ্ঠীর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিরাটাকার মিছিল ১ জুলাই থেকে পৃথিবীর নানান জায়গায় যথাক্রমে অনুষ্ঠিত হয়েছে। এবারকার ৮ দিন ব্যাপী মিছিলের উদ্দেশ্য হচ্ছে শিল্পোন্নত দেশকে দরিদ্র দেশের জাতীয় ঋণ মওকুফ করতে এবং দরিদ্র দেশের উন্নয়নের উপর দৃষ্টি রাখতে তাগিদ দেওয়া।
১ জুলাই অষ্ট্রেলিয়া, কেনিয়া, ইতালি প্রভৃতি ৫টি দেশের কিছু শহরে দারিদ্র্যবিমোচনের জন্য মিছিল আয়োজিত হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা দশ লক্ষেরও বেশি। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন করার অভিন্ন সংকল্প প্রকাশের জন্য সকল মিছিলকারীদের উপরে সাদা রঙের লম্বা লম্বা রেশমী ফিতা ভাসছিল। মিছিলকারীরা বলেছেন, স্কটল্যান্ডের যে এডিনবার্গে আট রাষ্ট্র গোষ্ঠীর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে সবাই যেতে পারে না, তবে সাদা রেশমী ফিতার বন্ধনে আফ্রিকার দারিদ্র্য বিমোচন করার সদিচ্ছা বহনকারীরা আবদ্ধ হবে।
এবারকার আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন সংক্রান্ত বিরাটাকারের মিছিল ১ জুলাই থেকে আট রাষ্ট্র গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের সমাপ্তি পর্যন্ত চলতে থাকবে।
|