পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ২ জুলাই ইসলামাবাদে সফররত চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দা ওয়েইয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দু'দেশের সহযোগিতা গভীর করা, এবং দু'দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া আশা প্রকাশ করেছে।
আজিজ পাক-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, পাকিস্তান পক্ষ পাক-চীন সম্পর্কের উপর গুরুত্ব দেয়। দু'দেশের সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির বিষয়বস্তু বাস্তবায়িত করা, দু'দেশের চিরস্থায়ী মৈত্রী সুসংবদ্ধ করা, দু'দেশের বহুমুখী সহযোগিতা গভীর করা এবং এই অঞ্চলের শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য পাকিস্তান চীনের সঙ্গে মিলিতভাবে প্রচেষ্টা চালাতে চায়। আজিজ পুনরায় ঘোষণা করেছেন, পাকিস্তান এক চীনের নীতি সমর্থন করে, এবং "স্বাধীন তাইওয়ানের " বিরোধীতা করে।
উ দা ওয়েই বলেছেন, চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সাফল্যের সঙ্গে পাকিস্তান সফর করেছেন, চীন-পাক রাজনৈতিক সম্পর্কের মান উন্নত করেছেন, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা বলিষ্ঠভাবে ত্বরান্বিত করেছেন। চীন পক্ষ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে চীন-পাক সম্পর্ক সামনে এগিয়ে নিতে যেতে ইচ্ছুক।
|