১৯৯৭ সালের ১ জুলাই ভোরবেলায় চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট চিয়াং ছে মিন সারা পৃথিবীর কাছে ঘোষণা করলেন: চীন গণ প্রজাতন্ত্রের হংকং সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর সঙ্গে সঙ্গেহংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রথম মেয়াদের প্রশাসক ডং জিয়েন হুওয়া সুমহান অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। ভোররাত দেড়টায় হংকং সম্মেলনের প্রদর্শনী কেন্দ্রে চীন গণ প্রজাতন্ত্রের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল আর বিশেষ অঞ্চলের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যখন প্রেসিডেন্ট চিয়াং ছে মিন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রতিষ্ঠা ঘোষণা করেন তখন গোটা হল দীর্ঘকালের হাততালিতে মুখরিত হয়। ১:৩৫ মিনিটে সমস্ত হংকংবাসী নিয়ে গঠিত হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার শপত গ্রহণ করতে শুরু করে। এর পর প্রধান মন্ত্রী লি ভংএর তত্ত্বাবধানে প্রশাসক ডং জিয়েন হুওয়াংএর নেতৃত্বে বিশেষ প্রশাপ্রশসানিক অঞ্চলের সরকারের সমস্ত কর্মকতারা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রী লি ভং আর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক ডং জিয়েন হুওয়া পর পর ভাষণ দেন। ১ জুলাই ১৯৬৮ সাল, পারমাণবিক অস্ত্র-বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ান এবং ব্রিটেনের মধ্যে " পারমাণবিক অস্ত্রের আংশিক পরীক্ষার নিষিদ্ধকরণ চুক্তি" স্বাক্ষরিত হওয়ার পর, পারমাণবিক সমস্যায় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ানের মধ্যে বিনিময় অব্যাহত থাকে। ১৯৬৮ সালের ১ জুলাই সোভিয়েত ইউনিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন প্রভৃতি ৬২টি দেশ যথাক্রমে মস্কো, ওয়াশিংটন আর লন্ডনে " পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি" স্বাক্ষর করে। ১৯৭০ সালের ৫ মার্চ থেকে এই চুক্তি বলবত হয়। ১ জুলাই ১৯৬৭ সাল , ইউরোপ গোষ্ঠির তিনটি সংস্থা এক সঙ্গে সংযুক্ত আরও ব্যাপক অভিন্ন বাজার প্রতিষ্ঠা করা এবং পশ্চিম ইউরোপের রাজনীতি, অর্থনীতির একায়ানের উন্নতি আরও জোরদার করার জন্য তত্কালীন পশ্চিম জার্মানী, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম , লোক্মমবার্গ প্রভৃতি ৬টি দেশের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত ইউরোপের অর্থনৈতিক গোষ্ঠি, ইউরোপের কয়লা ও ইস্পাত কোম্পানি এবং ইউরোপের আণবিক শক্তি কোম্পানি এই তিনিটি সংস্থার পরিষদ আর কার্যনিবার্হী সংস্থা এক সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যার ফলে একটি ঐক্যবদ্ধ ইউরোপ গোষ্ঠি প্রতিষ্ঠিত হয়েছে।
|