ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রো পয়লা জুলাই বলেছেন, একটি সঠিক মধ্যবর্তী ই ইউ বাজেট প্রণয়ন হচ্ছে ব্রিটেনের ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালনের মেয়াদে প্রধান লক্ষ্য।
স্ট্রো বলেছেন, তিনি আশা করেন, ই ইউ'র বিভিন্ন সদস্য দেশ এ বছরের শেষ দিকে ই ইউ'র মধ্যবর্তী বাজেট প্রণয়ন সমস্যায় একটি চুক্তিতে উন্নীত হবে। তিনি আরো বলেছেন, পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের সময় ব্রিটেন ই ইউ'র আইন সহজ করার চেষ্টা করবে, মধ্যপ্রাচ্য এবং ইরান প্রশ্নেই ইউ'র নীতি বজায় রাখবে এবং ইরাকের পুনর্গঠনের প্রক্রিয়া আরো সমর্থন করবে।
ই ইউ'র সম্প্রসারণ সমস্যায় স্ট্রো বলেছেন, ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভূক্তি দৃঢ়ভাবে সমর্থন করে।
ব্রিটেন পয়লা জুলাই ই ইউ'র পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। তার কার্যমেয়াদ হলো দেড় বছর।
|