৩০ জুন সন্ধ্যায় রাষ্ট্রীয় সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও তার স্ত্রী লিউ ইয়োন ছিন মস্কোর উপকন্ঠে প্রেসিডেন্ট পুতিন ও তার স্ত্রীর আয়োজিত ঘরোয়া ভোজসভায় অংশ নিয়েছেন ।
ভোজসভায় প্রেসিডেন্ট পুতিন বলেছেন , রাশিয়া চীনের সঙ্গে রণনৈতিক অংশিদার সম্পর্ককে বেশী গুরুত্ব দেয় । রাজনীতি ও অর্থনীতি প্রভৃতিক্ষেত্রে দুদেশের সহযোগিতার লক্ষনীয় অগ্রগতি হয়েছে । এই বছর দুটি দেশের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে । হু চিন থাওয়ের বর্তমান রাশিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তরান্বিত করবে ।
প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার রণনৈতিক অংশিদার সম্পর্কের সুষ্ঠু প্রসার হচ্ছে । আন্তর্জাতিক ব্যাপারগুলোতে দুটি দেশ পরস্পরের অধিষ্ঠান সমন্বিত করে সহযোগিতা করেছে । তিনি আশা করেন , তার বর্তমান সফরের মাধ্যমে দু পক্ষ রাজনৈতিক আস্থা বাড়বে , অর্থনৈতিক ও বানিজ্যিক সহযোগিতা আর সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে এবং দু দেশের রণনৈতিক অংশীদারী সম্পর্কে নতুন প্রানশক্তি যোগানো হবে ।
একই দিন বিকেলে প্রেসিডেন্ট হু চিন থাও মস্কোয় রাশিয়াৱ ফেডারেল কমিটির চেয়ারম্যান সেরগেই মিরোনোভের সঙ্গে সাক্ষাত করেছেন ।
|