দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মবেকি ৩০ জুন প্রশাসনিক রাজধানী প্রেটোরিয়ায় অনুষ্ঠিত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আপামর সদস্যদের উদ্দেশ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
দূর্নীতির কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান জুমার ভাইস প্রেসিডেন্টের পদচ্যুতি থেকে প্রত্যাহার হওয়া থেকে সৃষ্ট বিশৃঙ্খলা ও বিছিন্নতার পরিপ্রেক্ষিতে, থাবো মবেকি দুই হাজারেরও বেশি প্রতিনিধির কাছে বলেছেন, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জনগণের আস্থার অধিকারী বলেই, নাগরিকদের দাবীর প্রতি তার গুরুত্ব দেয়, গরীবদের জীবন যাত্রা মান উন্নয়ন করা এবং সংখ্যালঘুজাতির অধিকার সুরক্ষা করা উচিত।
জুমা এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে জুমা অব্যাহতভাবে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকবে রাজী হয়েছেন।
|