ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাডিনেজাদের একজন সহকারী ৩০ জুলাই একটি ভাষণে ১৯৭৯ সালে ইরানস্থ মার্কিন দূতাবাস দখল করা এবং দূতাবাসের কর্মচারীদের পনবন্দী হিসেবে আটক রাখার ঘটনায় মাহমুদ আহমাদিনেজাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এই কর্মকর্তা বলেছেন, ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্টওই সব কার্যকলাপে যোগ তো দেননি। বরং তিনি মার্কিন দূতাবাসের কর্মচারীদের আটক করার বিরোধীতা করেছিলেন।
৩০ জুলাই নিউ ইয়ার্ক টাইমস পত্রিকার একটি খবরে বলা হয়েছে, সেই সময় ইরানে আটককৃত পাঁচ জন মার্কিন পনবন্দী দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মাহমুদ আহমাদিনেজাদ এই কার্যকলাপে অংশ নিয়েছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাকলেলান বলেছেন, মাহমুদ আহমাদিনেজাদের কথিত অবৈধ অপহরণ তত্পরতায় অংশ গ্রহণ মার্কিন সরকারের উদ্বেগ সৃষ্টি করেছে।
|