শাংহাই সহযোগিতা সংস্থার মহা সচিব চাং দেকুয়াং পয়লা জুলাই বলেছেন, অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ বৈঠকে মধ্য-এশিয়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে মনযোগ সহকারে আলোচিত হবে। এবারকার শীর্ষ সম্মেলন এই অঞ্চলের স্থিতিশীলতা একং অগ্রগতি ত্বরান্বিত করবে।
চাং দেকুয়াং বলেছেন, এবারকার শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন মধ্য-এশিয়া অঞ্চলে দেখা দেওয়া নতুন পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সমস্যার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হবে। বিভিন্ন সদস্য দেশের শীর্ষনেতারা মনযোগ দিয়ে মধ্য-এশিয়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। আন্তর্জাতিক সমাজ এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা করা, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থীবাদ দমনের জন্য শাংহাই সহযোগিতা সংস্থারসংকল্প দেখতে পারবে। এবারকার শীর্ষসম্মেলনে শাংহাই সহযোগিতা সংস্থা তিনটি অপশক্তিকে দমনের রণনৈতিক ধারণা আরো বৈচিত্র্যময় এবং স্পষ্টভাবে নির্ধারণ করবে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার ক্ষেত্রে এই সংস্থা আরো বেশি ভূমিকা পালন করতে পারে।
৪ জুলাই শাংহাই সহযোগিতা সংস্থার ২০০৫ সালের শীর্ষ বৈঠক কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত হবে। চীনের প্রেসিডেন্ট হু চিনথাও এবং বিভিন্ন সদস্য দেশের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং যৌথভাবে "আস্তানা ঘোষণা" প্রকাশ করবেন।
|