হংকং বিশেষ প্রশাসন অঞ্চল প্রতিষ্ঠার অষ্টম বার্ষিকী উপলক্ষে তাইওয়ান সরকারের নেতা হংকংয়ের অবস্থা বিকৃত রূপে বর্ণনা করার যে সব অবাস্তব কথা বলেছেন , ৩০ জুন হংকং বিশেষ প্রশাসন অঞ্চল সরকারের মুখপাত্র সেই সব খন্ডন করেছেন ।
এই মুখপাত্র বলেছেন , সবাই জানেন যে , ১৯৯৭ সালে হংকং বিশেষ প্রশাসন অঞ্চল প্রতিষ্ঠার পর এক দেশ দুই সমাজ ব্যবস্থা নীতি হংকংয়ে সফলভাবে বাস্তবায়িত হয়েছে । মৌলিক আইন অনুসারে হংকংয়ের বিভিন্ন ক্ষেত্রে আগেকার ব্যবস্থা নীতি বজায় রাখা হয়েছে ।
মুখপাত্র আরও বলেছেন , মাতৃভূমির কোলে ফিরে আসার পর হংকং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক কেন্দ্রের মর্যাদা বজায় রাখতে পেরেছে । গত বছরে ৩৬০০টিরও বেশী বিদেশী কোম্পানী হংকংয়ে তাদের আঞ্চলিক কার্যালয় অথবা আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করেছে অথবা বজায় রেখেছে । এই সংখ্যা ১৯৯৭ সালের চেয়ে ৪৩ শতাংশ বেড়েছে বলে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড হয়েছে । এতে হংকংয়ের প্রতি আন্তর্জাতিক সমাজের আস্থা প্রতিফলিত হয়েছে ।
|