তিনদিনব্যাপী ৩২তম ইসলামী সম্মেলন সংস্থার পররাষ্ট্র মন্ত্রী সম্মেলন ৩০ জুন সানায় সমাপ্ত হয়েছে । সম্মেলনে প্রকাশিত ঘোষণায় সদস্য দেশগুলোর প্রতি অর্থনৈতিক যোগাযোগ জোরদার করা এবং সংস্কারের মাধ্যমে ইসলামী দেশগুলোর উন্নয়ন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে ।
৫৬টি সদস্যদেশের ৫০০জনেরও বেশী প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন । সম্মেলনে প্রকাশিত ঘোষণায় জোর দিয়ে বলা হয়েছে যে , ইসলামী দেশগুলো জাতি সংঘের সংস্কার সমর্থন করে । ঘোষণায় সংশ্লিষ্ট পক্ষের প্রতি ফিলিস্তিন সমস্যার ওপর মনোযোগ দেওয়া , ইরাকের অন্তর্বর্তিকালীন সরকার সমর্থন করা , ইরাকের সার্বভৌমত্ব ও ভূভাগের অখন্ডতা রক্ষা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সুদানের জাতীয় সমঝোতা ও পুনর্নিমাণ বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে ।
|