নাইজেরিয়ার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ৩০ তারিখে রাজধানি আবুজায় ঘোষণা করেছেন যে নাইজেরিয়া সরকার আফ্রিকান ইউনিয়নের অনুরোধে ২ হাজারেরও সৈন্য সুদানের ডারফুর এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, এবং ডারফুরে পরিস্থিতি স্থিতিশিল করার ব্যাপারে সাহায্য করবে।
এই মুখপাত্র আরো বলেছেন, প্রথম কিস্তীতে সাতশো নাইজেরীয় সৈন্য পয়লা জুলাই ডারফুর এলাকায় যাবে, অন্যান্য সৈন্য এবছরের সেপ্টেম্বর মাসের মধ্যে সেখানে পাঠানো হবে।
ডারফুর এলাকায় ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর বহু লোক প্রাণ হারিয়েছে। আফ্রিকান ইউনিয়ন গতবছর থেকে ৩২০০ জনের বেশী সৈন্য ডারফুর এলাকায় পাঠিয়েছে, এবং সব শেষে মোট সৈন্য সংখ্যা ১২ হাজার পর্যন্ত বাড়বে।
|